যাকাত ম্যানেজমেন্ট

যাকাত ম্যানেজমেন্ট প্রকল্প

যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং ভারসাম্যপূর্ণ সুন্দর সমাজব্যবস্থার জন্য একটি চমৎকার অর্থনৈতিক সমাধান। যাকাতের সাথে অনেকগুলো বিষয় জড়িত। যাকাত আদায়ে নিদির্ষ্ট কিছু শর্ত আছে, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হয়, নির্দিষ্ট সময়ে নিদিষ্টি কিছু খাতে দান করতে হয়। তাছাড়া যাকাতের জন্য ক্যালকুল্যাশনের প্রয়োজন হয়। এই যাকাতের সমাজে কতটা আউটপুট পরিলক্ষিত যা নির্ভর করে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায়ের মাধ্যমে। তাই আমরা যাকাতের সম্পূর্ণ বিষয়কে সামনে রেখে যাকাত ম্যানেজমেন্ট প্রকল্প শুরু করেছি।

প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য

ইসলামের গুরুত্বপূর্ণ যাকাতের বিধান আদায়ে সচেতনা বৃদ্ধি করা, তহবিল সংগ্রহ এবং তা ইসলামের নির্দেশনা অনুযায়ী সুষম বণ্টনের মাধ্যমে আর্থ-সামাজিক দারিদ্র্যমুক্ত ও ভারসাম্যপূর্ণ একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা।

এই প্রকল্পের কর্মসূচী

  • যাকাতের তাৎপর্য তুলে ধরে যথাসময়ে যথাযথভাবে যাকাত আদায়ে সচেতনতা বৃদ্ধি।

  • যাকাত তহবিল সংগ্রহ

  • যাকাত বণ্টন

  • ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা বিনির্মানে যাকাত ব্যবস্থা থেকে সর্বোচ্চ আউটপুটের জন্য পরিকল্পিত কাজ করা।

  • যাকাত ক্যালকুলেশন ও যাকাত বিষয়ক প্রশ্নে সহযোগিতা করা ইত্যাদি।

যাকাত দানের উপকারিতা

  • যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়

  • যাকাত পাওয়া গরীব/মিসকিনদের অধিকার, যাকাত আদায়ের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়

  • যাকাত আদায়ে মাধ্যমে আরেক ভাইয়ের প্রতি সহানুভূতি প্রকাশের সুযোগ হয় এতে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।

যাকাত জিজ্ঞাসা

যাকাত বিষয় যেকোন প্রশ্নের জন্য আমাদের ইমেইল করতে পারেন অথবা আমাদের ওয়্যাটস অ্যাপে মেসেজ দিতে পারবেন।

ইমেইলঃ contact@maunfoundation.org

ওয়্যাটস অ্যাপঃ +8801636865429

যাকাত ফান্ডে দান করুন

Reference: zakat

বিকাশ-
01787569500‬ (personal)
01754898818 (personal)

ব্যাংক
Islamic Bank Bangladesh Ltd
A/C name: Shafiqur Rahman
A/C Number: 20503090200771400
Branch Name: Zindabazar, Sylhet