মক্তব প্রজেক্ট
আমাদের সকলের নৈতিকতা, শিষ্টাচার এবং ধর্মীয় শিক্ষা অর্জনের গোড়া হচ্ছে সবাহী মক্তবগুলো। এখান থেকে আমরা দ্বীনের ব্যাসিক শিক্ষা লাভ করে থাকি। দেখা যায়, আমাদের অনেকেই মক্তবে ধর্মীয় যে শিক্ষাটা অর্জন করি এবং কুরআন যতটুকু অধ্যয়ন করি এর বাইরে জীবনের অন্যান্য অধ্যায়ে আর কখনো এগুলোর চর্চা হয়ে ওঠে না। জীবনের শুরু এবং শেষ ধর্মীয় শিক্ষাটা এই সকালের মক্তবগুলোই।
আধুনিক যুগে মক্তব এখন তার গৌরব ও প্রাণ হারাচ্ছে। তাছাড়া মা বাবারা পুরোটা সকাল এখন গভীর ঘুমে কাটিয়ে দেই। সন্তানরা অযত্ন ও অবহেলায় এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এই অসচেতনতা এবং দায়িত্বহীনতার পরিণতি এবং ক্ষতি বয়ে যেতে হবে প্রজন্মের পর প্রজন্মে। আমাদের সকলের উচিত দায়িত্বশীল হওয়া এবং মক্তবের চর্চা বেগবান করা। মক্তবের সংকট ও সমস্যার সমাধানে এগিয়ে আসা।
দেখা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা অনেকে কুরআন পড়া শুরু করে হয়তো মসজিদের কোনো কুরআন দিয়ে অথবা অন্য কারোর পুরোনো কোনো কপি দিয়ে। অনেকে মক্তবের ক্লাস শেষে মসজিদের কপি মসজিদেই রেখে যায় বাসায় গিয়ে যে কিছু পড়বে সে সুযোগ থাকে না। আমাদের অভিভাবক সমাজও এই বিষয়ে অসচেতন। বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য এক কপি কুরআন/কায়দা কিনে যে দিবেন সেটা তারা করেন না। এছাড়াও রেহালসহ মক্তবে বিভিন্ন ধরনের উপকরণের সংকটের কারণে মক্তব শিক্ষার প্রতি শিক্ষার্থীরা আগ্রহ পাচ্ছে না।
শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মক্তব নিয়ে আমাদের কর্মসূচী হচ্ছে-কোরআন, কায়দা, ছিপারা, দোয়ার বই সবার জন্য ফ্রিতে বিতরণ করা হবে। একটি মসজিদের জন্য গড়ে ৫ হাজার টাকা খরচ হবে।

মক্তব উপকরণ বিতরণ কর্মসূচী
মক্তব আমাদের কর্মসূচী হচ্ছে-
* কোরআন, কায়দা, ছিপারা, দোয়ার বই তাজভীদের বই সবার জন্য ফ্রিতে বিতরণ করা হবে। একটি মসজিদের জন্য গড়ে
১০ কপি কোরআন,
৫০ কপি কায়দা,
২৫ কপি ছিপারা,
১০০ কপি দোয়ার বই,
৫০ কপি তাজভীদের বই দেওয়া হবে।
* মক্তবের শিক্ষার্থীদের মধ্যে যারা কোরআনে সবক নিবে তাদের জন্য একটি গিফট প্যাক থাকবে যার মধ্যে টুপি/স্ক্যাফ, আতর, সুইট ইত্যাদি থাকবে। প্রতিটি মসজিদে গড়ে ১০ টি গিফট প্যাক লাগবে।
একটি মসজিদের উক্ত উপকরণের জন্য ৫ হাজার টাকা খরচ হবে।
আপনি কিভাবে আমাদের সাথে এই কাজে যুক্ত হবেন?
আমাদের সাথে দুইভাবে যুক্ত হতে পারেন-
এক. আপনার এলাকার মসজিদে উক্ত উপকরণ পৌঁছে দেওয়ার কাজে আমাদের সহযোগিতা করতে পারেন। এর জন্য নিম্নের ফরম ফিলাপ করুন।
দুই. আপনি মসজিদের/মক্তবের এই শিক্ষা উপকরণগুলো স্পনসর করার মাধ্যমে আমাদের এই কাজ শরিক হতে পারেন।
আপনার একটি আর্থিক অথবা সময় দিয়ে সহযোগিতার কারণে শিক্ষার্থীরা কোরআন শিখবে এবং তাদের তেলায়াতের সওয়াবের একটা অংশ আপনিও পাবেন ইনশাআল্লাহ।
আপনার এলাকার মক্তব উপকরণ বিতরণের জন্য নিচের লিংকে ক্লিক করুন-
আবেদন করুন
এই প্রজেক্টে দান করুন
১কপি কুরআন ২০০টাকা
১কপি কায়দা/আমপারা ২০টাকা
১টি রেহাল- ৩৫টাকা
আপনিও আমাদের সাথে এই কল্যানমুলক কাজে শরিক হোন ।
Reference: Maktab
বিকাশ (Personal) :
01754898818
01787569500
রকেট (Personal) :
01787569500
0
টি মক্তব/মসজিদ
0
জন শিক্ষার্থী
0
টি মক্তব উপকরণ