খাদ্য বিতরণ কর্মসূচী

খাদ্য বিতরণ কর্মসূচী

মানুষের প্রধান মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য। দু’মোঠো খাবার নিশ্চিত করার যুদ্ধে নিয়োজিত আমাদের সমাজের একটা বড় অংশ মানুষ। এ যুদ্ধে করতে করতে একটা সময় ক্লান্ত শ্রান্ত সৈনিকের মতো হাসতে ভুলে যায়। তাদের পাশে একটু সময় ছায়ার মতো দাড়ালে যে হাসি ফুটে উঠে সেটাই পৃথিবীর দামি একটি পাওয়া। আমরা এই প্রজক্টের মাধ্যমে চেষ্টা করবো জীবন যুদ্ধে হাসতে ভুলে যাওয়া মানুষগুলো মুখে হাসি ফিরিয়ে আনতে। মানুষের খাদ্য-অধিকার নিশ্চিত করতে।